প্রথম দুটি গল্পটা যে বইটা থেকে নেওয়া আগে তার সম্পর্কে কিছু বলা দরকার। বই না বলে বরং 'পূজাবার্ষিকী' গোছের কিছু বল্লেও অত্যুক্তি হয়না, কারণ DSK পূজাবার্ষিকী-গুলির সমকক্ষ এতে রয়েছে হাস্যরস থেকে রহস্যমূলক গল্প,প্রবন্ধ থেকে সামাজিক রচনা, সবই বিদ্যমান । তখনকার অনেক নামী লেখকের লেখাই এতে ধরা রয়েছে যা সূচীপত্রটিতে চোখ বোলালেই বোঝা যায় ।
আর সম্পাদনাটি করেছেন প্রখ্যাত লেখক হেমেন্দ্রকুমার রায় ।
বইটা আমার কেনা নয়, আমার পিসিদের ছোটোবেলায় ভাইফোঁটা উপলক্ষে এক তুতো-দাদার কাছ থেকে প্রাপ্ত, সেই ১৯৫১-তেই ! অর্থাৎ সুপ্রভাত আমাদের বাড়ির ৬৩ বছরের পুরোনো বাসিন্দা...আর আমার লাইব্র্রেরীর প্রাচীনতম সদস্যও বটে ! তবে শুধু এই কারণেই নয়, গুণগত মানের বিচারেই বলছি - বৈচিত্রময়-সম্ভারের বিচারেও এটি অন্যতম সেরা। আজও, ছয় দশক পরেও, যদি এর reprint হয় তাহলে পাঠকেরা সমান আগ্রহেই পড়বে বলে আমার বিশ্বাস।
এর থেকেই দুটি নিখাদ হাসির গল্প তুলে ধরছি, যা ছোটোবেলাতে আমায় অত্যন্ত প্রিয় ছিল এবং আজও আছে...
আর সম্পাদনাটি করেছেন প্রখ্যাত লেখক হেমেন্দ্রকুমার রায় ।
- নাম : সুপ্রভাত
- প্রকাশকাল : ১৯৫১ (বঙ্গাব্দ ১৩৫৮)
- প্রকাশক : শরৎ-সাহিত্য-ভবন
বইটা আমার কেনা নয়, আমার পিসিদের ছোটোবেলায় ভাইফোঁটা উপলক্ষে এক তুতো-দাদার কাছ থেকে প্রাপ্ত, সেই ১৯৫১-তেই ! অর্থাৎ সুপ্রভাত আমাদের বাড়ির ৬৩ বছরের পুরোনো বাসিন্দা...আর আমার লাইব্র্রেরীর প্রাচীনতম সদস্যও বটে ! তবে শুধু এই কারণেই নয়, গুণগত মানের বিচারেই বলছি - বৈচিত্রময়-সম্ভারের বিচারেও এটি অন্যতম সেরা। আজও, ছয় দশক পরেও, যদি এর reprint হয় তাহলে পাঠকেরা সমান আগ্রহেই পড়বে বলে আমার বিশ্বাস।
এর থেকেই দুটি নিখাদ হাসির গল্প তুলে ধরছি, যা ছোটোবেলাতে আমায় অত্যন্ত প্রিয় ছিল এবং আজও আছে...
- ১ম গল্প : ভোম্বার কীর্তি
- লেখক : বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
- ২য় গল্প : ফিসটের ফিসটি
- লেখক : শিবরাম চক্রবর্তী
6 comments:
bohudeen Sarat Sahitya Sadan r pujabarshiki gulo r khoje chilam. khub bhalo laglo post ta. aro koekta golpo kokhono somoy hole jodi pai.
ANEK DHONYOBAAD !
'SARAT SAHITYA SADAN'-ER AWNTOTO TEEN-TI PUJABARSHIKI-TEY [CHHAYAPATH, MANORATH, TAPOBAN] GHANADA-R GAWLPO BERIYECHHILO.
SHEGULIR SCAN KI PAAWA JAABEY.
@Aranb Of course debo...arekta post hobe kichu golpo niye! Ei boi-tar sathe amar onek memory joriye ache,r etar age kono Puja ami dekhini!
@Saurabh : Welcome @BTT! SSS er r kono Puja ami paini...konodin haate pele of course kichu debo.
DHONYOBAAD !
Darun golpo duto - thanks for sharing.
Long time back I bought (2nd hand) both the "Tapoban" and "Chhayapath" pujabarshikis and most probably those are still there at my Kolkata home. Next time I will bring all of them with me.
Will post few more stories soon...
Post a Comment